অ্যাডভান্স আইটি বিডি (Advance IT BD) –কে বিকাশ থেকে পেমেন্ট করার নিয়মঃ
আপনার বিকাশ থেকে অ্যাডভান্স আইটি বিডি (Advance IT BD) –কে পেমেন্ট করার ধাপ গুলো নিচে দেওয়া হলোঃ
ধাপ -১ঃ বিকাশ (bKash) আছে এমন মোবাইল থেকে পেমেন্ট করার জন্য *247# ডায়াল করে নিম্নরূপ ধাপগুলো অনুসরণ করুন।
ধাপ-২ঃ অ্যাডভান্স আইটি বিডি-কে পে করার জন্য আপনার স্ক্রীনে আসা অপশন গুলো থেকে সেন্ড মানি (“Send Money”) অপশন বেছে নিতে আপনার মোবাইল থেকে “1” লিখে send করুন।
ধাপ-৩ঃ এবার Advance IT BD –এর বিকাশ পার্সোনাল নম্বর (bKash Personal Number) (01717268385) টি লিখুন এবং send করুন।
ধাপ-৪ঃ এখন অ্যাডভান্স আইটি বিডি-কে পে করার জন্য “Enter Amount” –এর ঘরে নির্ধারিত টাকার পরিমান লিখুন এবং send করুন।
ধাপ-৫ঃ “Enter Reference” –এর ঘরে আপনার “Order ID” বা “কোর্সের সংক্ষিপ্ত নাম” (যেমনঃ OWC/OSC) লিখুন এবং send করুন।
ধাপ-৬ঃ এবার পেমেন্ট কনফার্ম করার জন্য আপনার বিকাশ (bKash) এর গোপন পিন (PIN) নাম্বারটি দিন এবং Send করুন।
ধাপ-৭ঃ পিন নাম্বার দিয়ে পেমেন্ট কনফার্ম করার পর আপনি “Transaction ID (TxnID)” সংবলিত একটি কনফার্মেশন মেসেজ পাবেন।
উক্ত TrxID টি সংরক্ষন করুন এবং পেমেন্ট কনফার্ম করার জন্য আপনার Transaction ID (TxnID) টি সহ যে নাম্বার দিয়ে আপনি বিকাশ (bKash) করেছেন তা উল্লেখ পূর্বক Advance IT BD – এর Contact Us পেজ থেকে আমাদের নিকট মেসেজ পাঠান।
আপনার বিকাশ (bKash) নাম্বার এবং “Transaction ID (TxnID)” উল্লেখ করে “hello@advanceitbd.com” – তে সরাসরি ইমেইল করেও আপনার পেমেন্ট এর ব্যপারে আমাদের জানাতে পারেন।