(Rocket) রকেট এর মাধ্যমে অ্যাডভান্স আইটি বিডি (Advance IT BD) –কে যেভাবে পরিশোধ করবেন।
আপনার (Rocket) রকেট থেকে অ্যাডভান্স আইটি বিডি (Advance IT BD) –কে পেমেন্ট করার ধাপ গুলো নিচে দেওয়া হলোঃ
ধাপ-১ঃ (Rocket) রকেট আছে এমন মোবাইল থেকে পেমেন্ট করার জন্য *322# ডায়াল করে নিম্নরূপ ধাপগুলো অনুসরণ করতে হবে:
ধাপ-২ঃ “1” ডায়াল করে “Payment” অপশন সিলেক্ট করুন।
ধাপ-৩ঃ “2” ডায়াল করে “Merchant Pay” অপশন সিলেক্ট করুন।
ধাপ-৪ঃ “Enter Merchant’s 12-digit Account No” এর ঘরে Advance IT BD –এর মার্চেন্ট (Rocket) রকেট নম্বর (015354948694) টি লিখুন এবং send করুন।
ধাপ-৫ঃ “Enter Reference No” – এর ঘরে আপনার “Order ID” বা কোর্সের সংক্ষিপ্ত নাম (যেমনঃ OWC/OSC) লিখুন এবং send করুন।
ধাপ-৬ঃ “Enter Amount” – এর ঘরে অ্যাডভান্স আইটি বিডি-কে পে করার জন্য নির্ধারিত টাকার পরিমান লিখুন এবং send করুন।
ধাপ-৭ঃ “Enter Your PIN Number” এর ঘরে আপনার (Rocket) রকেট Account –এর গোপন পিন (PIN) নম্বরটি দিন এবং Send করুন।
ধাপ-৮ঃ পিন নম্বর দিয়ে পেমেন্ট কনফার্ম করার পর (Rocket) রকেট কর্তৃক ” Transaction ID (TxnID)” সংবলিত একটি পেমেন্ট কনফার্মেশন মেসেজ (Payment Confirmation SMS) পাবেন। এই SMS থেকে Transaction ID (TxnID) সংরক্ষণ করতে হবে।
উক্ত TrxID টি সংরক্ষন করুন এবং পেমেন্ট কনফার্ম করার জন্য আপনার Transaction ID (TxnID) টি সহ যে নম্বর দিয়ে আপনি (Rocket) রকেট করেছেন তা উল্লেখ করে Advance IT BD – এর Contact Us পেজ থেকে আমাদের নিকট মেসেজ পাঠান।
আপনার (Rocket) রকেট নম্বর এবং “Transaction ID (TxnID)” উল্লেখ করে hello@advanceitbd.com – তে সরাসরি ইমেইল করেও আপনার পেমেন্ট এর ব্যপারে আমাদের জানাতে পারেন।
নিচের ছবিতে উল্লেখিত ধাপ গুলো অনুস্মরণ করে আপনি Advance IT BD –কে (Rocket) রকেট দিয়ে পেমেন্ট করতে পারেন।
মোবাইল ডায়াল এর মাধ্যমে (Rocket) রকেট পেমেন্টঃ
মোবাইল থেকে ডায়াল করে পেমেন্ট করতে নিচের ছবিতে উল্লেখিত ধাপ গুলো অনুস্মরণ করুনঃ
(Rocket) রকেট অ্যাপ থেকে পেমেন্টঃ
(Rocket) রকেট অ্যাপ থেকে পেমেন্ট করতে নিচের ছবিতে উল্লেখিত ধাপ গুলো অনুস্মরণ করুনঃ